ঢাকা: রাজধানীতে দুবৃত্তদের গুলিতে মো. জুয়েল খন্দোকার (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে মধ্য বাড্ডা মুক্তিযোদ্ধা চত্বর এএনজেড ভবনের নিচে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল খন্দোকার জানান, তার বাসা মধ্য বাড্ডার মুক্তিযোদ্ধা চত্বরে। তিনি চালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এএনজেড ভবনের নিচে একটি সমিতির টাকার হিসাব করছিলেন তিনি। এ সময় ৬ থেকে ৭টি মোটরসাইকেলে ১৫ থেকে ১৬জন এসে আমাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। তাদের সবার মাথায় হেলমেট থাকায় চিনতে পারিনি।
তিনি আরও জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগে মাহবুব নামের এক ‘শীর্ষ সন্ত্রাসী’ দুবাই থেকে মুঠোফোনে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় ওই সন্ত্রাসী বাহিনী গুলি করেছেন বলে ধারণা করছেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তার ডান পায়ে গুলি লেগেছে। জরুরি বিভাগে চিকিৎসা চলছে।