রাবিতে গ্রীন ভয়েস’র শীতবস্ত্র বিতরণ
রাবি করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:০৩
১৭ জানুয়ারি ২০২৫ ২২:০৩
রাবি: তীব্র শীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে শীত উপহার বিতরণ করেছে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ, অধ্যাপক মোহাম্মদ জামিরুল ইসলাম ও গ্রীন ভয়েস রাবি’র সাবেক সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক আহসান হাবিব।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান সভাপতি মাহিন আলম। এ সময় গ্রীন ভয়েস’র সবুজ সহযোদ্ধাদের মাধ্যমে প্রায় ৪০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, গ্রীন ভয়েস প্রকৃতি ও মানবিকতার সেতুবন্ধন আরও দৃঢ় করতে প্রতিবছর শীতবস্ত্র বিতরণ করে আসছে।
সারাবাংলা/এসআর