Monday 14 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় লন্ডনে খতমে কোরআন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ০২:৩০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১২:৩২

পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন। ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআর, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে এই কর্মসূচি আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। বিএনপির মিডিয়া সেল থেকে ঢাকার গণমাধ্যমকে এসব তথ্য জানানো হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক বলেন, ‘শেখ হাসিনা সরকার আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসা না দিয়ে জেলে আটক রেখেছিল। আমাদের ধরণা, হাসপাতালে স্লো পয়জনিং দেওয়া হয়েছিল। ৮ জানুয়ারি লন্ডনে আসার পর তিনি পরিবারের সঙ্গে মিলিত হয়েছেন। এখন তিনি মানসিক ও শারীরিকভাবে ভালো আছেন।’

তিনি বলেন, ‘অতীতে নেত্রী যখন লন্ডনে আসতেন আমরা তখন সভা, সমাবেশ ও মতবিনিময় করতাম। এবার তার অসুস্থতার কারণে আমরা সেটা করতে পারছি না। সেজন্য আমরা তার রোগমুক্তি কামনায় খতমে কোরআন ও দোয়া কর্মসূচি পালন করছি। আমরা দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই।’

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

খালেদা জিয়া টপ নিউজ দোয়া রোগমুক্তি কামনা লন্ডন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর