Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভোট নিয়ে টালবাহানা শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ০২:৪১

৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে গেন্ডারিয়া ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ

ঢাকা: ভোট নিয়ে টালবাহানা শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলাম।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে শ্যামপুর থানা ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গেন্ডারিয়া ডিআইটি প্লট চৌরাস্তায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আ ন ম সাইফুল ইসলাম বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকারে সংগ্রামে হাজার হাজার ছাত্র-জনতা শহিদ হয়েছেন। আজ সেই গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে কেউ যদি টালবাহানা করে, তাহলে সেটা হবে শহিদের আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।’

সাইফুল বলেন, ‘আজ কেউ কেউ সংবিধান পরিবর্তনের কথা বলছেন। এ সংবিধান রদবদল করতে হলে অবশ্যই জনগণের ভোটে নির্বাচিত সরকার লাগবে। অন্তবর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। কারণ, এ সরকারে যারা আছেন তারা ভালো ও যোগ্য লোক হলেও তাদের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই।’

ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা শেখ জামাল, হাজী নাসির আহমেদ মোল্লা, তরিকুল ইসলাম পলাশ, ইমতিয়াজ আহমেদ টিপু, শুভ শিকদার, সানাউল্লাহ সানু, রাজু আহমেদ, মুজিবুর রহমান চৌধুরী, সাকিল আহম্মেদ, মুরাদ হোসেন মামুন, আবদুল্লাহ আল সাইদ রনি, শহিদুল ইসলাম (রনি), রেজওয়ানুল সাঈদ রোমিও, মোয়াজ্জেম হোসেন ভুলু, মো. রফিকুল ইসলাম বাবু, মো. মমিন মিয়া, মো. নজরুল ইসলাম প্রমুখ।

সারাবাংলা/এজেড/পিটিএম

বিএনপি নেতা বিশ্বাসঘাতকতা ভোট শামিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর