Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকর্ড পারিশ্রমিকে বিপিএলের দায়িত্বে আম্পায়ার সৈকত

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ০৯:১০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১১:৫৩

বিপিএলের দায়িত্বে সৈকত

আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেওয়ার পর থেকেই বেড়েছে তার চাহিদা। বাংলাদেশি আম্পায়ার শরফুদৌল্লা সৈকত নিয়মতই দায়িত্ব পালন করছেন হাই ভোল্টেজ আন্তর্জাতিক ম্যাচে। এবার সৈকত দায়িত্ব পালন করবেন চলতি বিপিএলেও। বিপিএলের প্রতি ম্যাচে রেকর্ড ২ হাজার ডলারে দায়িত্ব পালন করবেন সৈকত।

গত ১৬ জানুয়ারি এবারের বিপিএলে প্রথমবারের মতো আম্পায়ার হিসেবে মাঠে নেমেছিলেন সৈকত। সেদিন চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এলিট প্যানেলের আম্পায়ার হওয়ার পর এই প্রথম বিপিএলের ম্যাচ পরিচালনা করলেন তিনি। প্রতি ম্যাচের জন্য সৈকত পাবেল ২ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা আড়াই লাখের কাছাকাছি! স্থানীয় আম্পায়ারদের চেয়ে সৈকত পাচ্ছেন প্রায় চারগুণ পারিশ্রমিক।

বিজ্ঞাপন

শুধু সৈকত নন, আইসিসি এলিট প্যানেলের যেকোনো আম্পায়ারই বিপিএলের প্রতি ম্যাচে পাবেন দুই হাজার ডলার পারিশ্রমিক। প্রথমে ১৫০০ ডলার ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে করা হয়েছে দুই হাজার ডলার।

গত এক বছরে আইসিসির হয়ে গুরুত্বপূর্ণ সব আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করেছেন সৈকত। দক্ষিণ আফ্রিকা-শ্রীলংকা ম্যাচ কিংবা ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচে সৈকতের নির্ভুল ও সাহসী সিদ্ধান্ত নজর কেড়েছে সবার।

সারাবাংলা/এফএম

বিপিএল ২০২৫ শরফুদ্দৌলা সৈকত

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর