সাকিব-তামিম-মাশরাফিকে ছাড়িয়ে গেলেন সোহান
১৮ জানুয়ারি ২০২৫ ১৩:২৫ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৫:৪৬
এবারের বিপিএলে শুরু থেকেই পারফরম্যান্সের বিচারে তাদের ধারেকাছেও কেউ নেই। উড়তে থাকা রংপুর রাইডার্স টানা ৮ ম্যাচ জিতে প্রথম দল হিসেবে নিশ্চিত করেছে প্লে-অফে খেলা। নুরুল হাসান সোহানের নেতৃত্ব এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত আছে রংপুর। দলের এমন সাফল্যে নতুন রেকর্ডও গড়েছেন অধিনায়ক সোহান। অধিনায়ক হিসেবে বিপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি জয়ের হারে সাকিব-তামিম-মাশরাফিকে ছাড়িয়ে গেছেন সোহান।
বিপিএলে রংপুরের হয়ে এবারের আসরে এখনো হারের মুখ দেখেননি সোহান। ৮ ম্যাচের সবকয়টিতে জিতেছে তার দল। সবশেষ গত রাতে চিটাগং কিংসকে ৩৩ রানে হারিয়ে টানা ৮ম জয় তুলে নেয় সোহানের দল। প্রথম ফ্র্যাঞ্চাইজি হিসেবে এবারের বিপিএলের প্লে-অফেও উঠে গেছেন তারা।
এখন পর্যন্ত সব মিলিয়ে বিপিএলে ৩৫ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সোহান। এর মাঝে জয় পেয়েছেন ২৬ ম্যাচে। জয়ের হার ৭৪.২৮। সোহান পেছনে ফেলেছেন ইমরুল কায়েসকে। ৪২ ম্যাচে ৩১ জয়ে কায়েসের জয়ের হার ৭৩.৮০।
এই তালিকায় সোহান পেছনে ফেলেছেন সাকিব-তামিম-মাশরাফির মতো অভিজ্ঞ অধিনায়কদেরও। তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব। বিপিএলে ৮৬ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ৫৪ ম্যাচে। তার জয়ের হার ৬২.৭৯। বিপিএলে ১০৫ ম্যাচে দলের অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন মাশরাফি। এর মাঝে জয় পেয়েছেন ৬৪ ম্যাচে। তার জয়ের হার ৬০.৯৫।
বিপিএলে এখন পর্যন্ত ৫৫ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। এর মাঝে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ২৮ ম্যাচে। তার জয়ের হার ৫০.৯০।
সারাবাংলা/এফএম
তামিম ইকবাল নুরুল হাসান সোহান বিপিএল ২০২৫ মাশরাফি সাকিব আল হাসান