Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগের আমলে উন্নয়নের নামে প্রকল্পের টাকা লুটপাট হয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:১৯ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

ভোলা: অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দিনে প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয়নি। বিগত সরকারের যারা ছিলো তারা বড় বড় প্রকল্প নিয়ে টাকা লুটপাট করেছে। তাই প্রান্তিক অঞ্চের উন্নয়ন হয়নি, দেশেরও উন্নয়ন হয়নি।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভোলার মনপুরা উপজেলার কলাতলি ইউনিয়নের ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে বিচ্ছিন্ন মনপুরা উপজেলার নদী ভাঙন বন্ধের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে। কিন্তু এখনও মনপুরা নদী ভাঙন বন্ধ হয়নি।’

উপদেষ্টা আরও বলেন, ‘মনপুরা, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় নতুন নতুন আধুনিক ঘাট নির্মাণ করা হচ্ছে। মনপুরায় ফেরি চলাচল চালু করারও পরিকল্পনার কথা জানান তিনি ‘

এদিকে ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে উপদেষ্টা ঢালচরের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। পরে তিনি মনপুরা উপজেলার রামনেওয়াজ হাজিরহাট লঞ্চঘাট পরিদর্শন করেন।

ঢালচরের মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বিআইডব্লিটিএস’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলার নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান ও সাবেক সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/এসআর

উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ভোলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর