Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে বহুল আলোচিত আরজি কর মামলার রায়

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ১৯:০৬

আরজি কর-কাণ্ডের ১৬২ দিনের মাথায় রায় আদালতের। ছবি: সংগৃহীত

ভারতের আরজি করে নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় বিচারপ্রক্রিয়া শুরু হয় গত বছরের ১১ নভেম্বর। পাঁচ মাস নয়দিন পর রায় ঘোষণা করল আদালত। একমাত্র অভিযুক্ত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিচারক অনির্বান দাস এই মামলার রায় ঘোষণা করেছেন।

আদালত জানিয়েছেন, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।

আদালতে সঞ্জয় বলেন, ‘আমি কিছু করিনি। আমার কথা একবার শুনুন।’ এরপর বিচারক রায় ঘোষণা করেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চিকিৎসক টানা ৩৬ ঘণ্টার ডিউটিতে ছিলেন, ওইদিন রাতে সহকর্মীদের সঙ্গে খাবার খেয়ে তিনি পালমোনোলজি বিভাগের সেমিনার হলে বিশ্রাম নিতে যান। পরদিন সকালে তার জুনিয়র সহকর্মীরা সেই হলের ভেতরেই তার মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত চিকিৎসকের পরিবার জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ তাদের প্রথমে জানিয়েছিল তাদের মেয়ে ‘আত্মহত্যা’ করেছে। পরে জানা যায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তাল হয়ে উঠেছিল পুরো ভারত। পরে তীব্র ক্ষোভের মুখে পুলিশ এই ঘটনায় খুন ও ধর্ষণের মামলা দায়ের করেন।

সেদিন ভোরে সঞ্জয় রায় নামের সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কালকাতা পুলিশ। এ ছাড়া এ ঘটনার পর হাসপাতালটির দুর্নীতির অভিযোগে কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও সংশ্লিষ্ট টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই।

সারাবাংলা/এইচআই

আরজি কর নারী চিকিৎসককে ধর্ষণ ভারত সিভিক ভল্যান্টিয়ার সঞ্জয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর