‘অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তারা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে’
১৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫১ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ২৩:৪৮
ঢাকা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, অতীতে যারা রাষ্ট্র চালিয়েছে তারা উচ্চ শিক্ষিত হওয়ার পরও নৈতিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। এ কারণে তারা দুর্নীতি করে আঙ্গুল ফুলে বটগাছ হয়েছেন। দেশের অর্থ বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছেন।
শনিবার (১৮ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘‘শিক্ষকরা আদর্শ নাগরিক গড়ার কারিগর। এই মানুষ গড়ার কারিগরদের ঐক্যবদ্ধ করার জন্য জাতীয় শিক্ষক ফোরাম কাজ করছে। প্রত্যেক মুসলিম সন্তান যাতে দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, এ জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে।’’
তিনি বলেন, ‘‘বাংলাদেশ পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমাদের জন্য দুঃখজনক। আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতিকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই। এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করছি।’’
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন খানের সভাপতিত্বে, সেক্রেটারি জেনারেল প্রভাষক আবদুস সবুরের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, মোকামিয়ার পীর মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আরিফুল ইসলাম অপু, ড. কামরুল আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শহিদুল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল মোমিনসহ আরও অনেকে।
পীর সাহেব চরমোনাই ২০২৩-২৪ মেয়াদের কমিটি বিলুপ্ত করে অধ্যাপক নাছির উদ্দিন খানকে সভাপতি, মাওলানা এ বি এম জাকারিয়াকে সহ-সভাপতি ও প্রভাষক আবদুস সবুরকে সেক্রেটারি জেনারেল করে ২০২৫-২০২৬ মেয়াদে নতুন কমিটি ঘোষণা করেন।
সারাবাংলা/এজেড/এমপি
আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশ