ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবি গণফোরামের
১৮ জানুয়ারি ২০২৫ ২০:২৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০০:৩৭
ঢাকা: দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে গণফোরামের নেতারা বলেছেন, ন্যূনতম সংস্কার করে অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিবে এবং পূর্ণ সংস্কার করবে।
শনিবার (১৮ জানুয়ারি) গণফোরামের কার্যালয় ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আসুন ঐক্যবদ্ধ হই’ শীর্ষক আলোচনা সভায় দলটির নেতারা এসব কথা বলেন।
সভায় নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র দিতে হবে আন্দোলনরত সবাইকে নিয়ে, যারা স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছিল।
এ ছাড়া তারা বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ এবং অস্থিতিশীল পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়া যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও জনগণের দুর্ভোগ-দুর্দশা থেকে রক্ষা করতে দ্রুত অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু। তিনি বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মূলভিত্তি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে ৫ আগস্টের ঐক্য সমুন্নত রাখতে হবে।’
কেন্দ্রীয় কমিটির সভায় শতাধিক পণ্যের ওপর বেআইনীভাবে ভ্যাট-ট্যাক্স আরোপের নিন্দা জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, সেলিম আকবর ও সুরাইয়া বেগম প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/এইচআই