প্রেম করে বিয়ে, সম্পত্তির জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ
১৮ জানুয়ারি ২০২৫ ২০:২৪ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ০০:৩৭
টাঙ্গাইল: মির্জাপুরে সম্পত্তির লোভে বাবা-মায়ের একমাত্র মেয়ে সৈয়দা হুমাইরার (১৯) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে কৌশলে বিয়ে করেন একই গ্রামের রাকিব হাসান। বিয়ের পর সম্পত্তি লিখে না দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে ওই স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে নিহত গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে হুমাইরা মারা যাওয়ার পর স্বামী রাকিব হাসান স্ত্রীর মরদেহ মির্জাপুর হাসপাতালে ফেলে পালিয়ে যায়।
নিহত সৈয়দা হুমাইরা উপজেলার ফতেপুর ইউনিয়নের চামারি এলাকার সৈয়দ আহমেদ হোসেন চৌধুরীর মেয়ে। অভিযুক্ত স্বামী রাকিব হাসান একই এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে হুমাইরার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে রাকিব। একপর্যায়ে জিম্মি করে হুমাইরাকে বিয়ে করে সে। হুমাইরার ভাইবোন না থাকায় তার বাবার সম্পত্তি নিজের নামে লিখে দিতে চাপ দেয় রাকিব। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর সম্পত্তির জন্য আরও বেশি চাপ দিতে থাকে স্বামী। করে মানসিক ও শারিরীক নির্যাতন। অন্তঃসত্ত্বা হুমাইরা এসব বিষয়ে তার পরিবারকেও জানায়।
হুমাইরার বাবা আহমেদ হোসেনের অভিযোগ সম্পত্তি লিখে না দেওয়ায় তার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় তিনি থানায় অভিযোগ দেবেন। তিনি মেয়ের হত্যার বিচার চান।
চাচা সৈয়দ আমির বলেন, যে কক্ষে তার ভাতিজি মারা গেছে সেই কক্ষের বাইর থেকে আটকানো ছিল। স্বামী রাকিব রাকিব হাসান হুমাইরাকে হত্যা করে মরদেহ ঘরে ঝুঁলিয়ে রাখে।
নিহতের খালাতো ভাই মঈন আফ্রিদী বলেন, রাকিব এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত। কৌশলে হুমাইরার সঙ্গে সম্পর্ক গড়ে জিম্মি করে বিয়ে করেছে। তার বোনকে সে হত্যা করে পালিয়ে গেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারি অধ্যাপক রকিবুল হাসান খান বলেন, ময়নাতদন্ত সম্পন্ন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযান না পাওয়ায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে ও ময়নাতদন্ত রিপোর্ট আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসআর
অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা টাঙ্গাইল প্রেম করে বিয়ে মির্জাপুর স্বামী পলাতক