Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

স্পেশাল করেসপডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২২:২২

ঢাকা কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে ‘লাল সন্ত্রাস’র ঘোষণা দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসুকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা মেঘমল্লার বসুকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দেন।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ঢাকা কলেজ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে হলপাড়া ঘুরে মুক্তমঞ্চে এসে শেষ হয়।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘লাল সন্ত্রাসের ঠিকানা বাংলাদেশে হবে না’, ‘হৈ হৈ রৈ রৈ মেঘমল্লার গেলি কই’, ‘অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী জিহাদ হোসাইন বলেন, ‘বাংলাদেশে কোনো নব্য জঙ্গি আমরা দাঁড়াতে দেব না। জঙ্গির ঠাঁই এই বাংলায় হবে না। মেঘমল্লার বসুরা এতদিন আওয়ামী লীগের মদদপুষ্ট হিসেবে বুক ফুলিয়ে রাজনৈতিক প্রোগ্রাম করেছে। দুঃসময়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল-ছাত্রশিবির অবস্থান করতে পারেনি। আমরা মনে করি মেঘমল্লার বসুরা আওয়ামী লীগের অন্যতম চেহারা।’

তিনি বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চান, তাহলে ছাত্রসমাজ আপনাদের সমূলে উৎপাটিত করে ছাড়বে। এ মুহূর্তে তারা ছাত্রসংসদ নির্বাচনকে বানচাল করতে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে প্রচেষ্টা চালাচ্ছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মেঘমল্লার বসু ও তাদের সহযোগীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচির ঘোষণা দেব।’

সারাবাংলা/ইউজে/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর