Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ পরিবারের লোকজন ক্যানসারের মতো দুর্নীতিতে ছড়িয়ে পড়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৫ ২৩:০৮

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠান

নরসিংদী: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, শুধু দেশে নয়, শেখ পরিবারের লোকজন যেখানে গিয়েছে সেখানেই ক্যানসারের মত দুর্নীতিতে ছড়িয়ে পড়েছে। যার কারণে ব্রিটিশ মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে টিউলিপ সিদ্দিক।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যাদের রক্তের মধ্যেই দুর্নীতি তারা দেশ থেকে বিলিয়ন-বিলিয়ন ডলার দুর্নীতির করেছে। ইতোমধ্যেই ৩০০ বিলিয়ন ডলার দুর্নীতির তথ্য পেয়েছে এফবিআই। এসব দুর্নীতিতে পুতুল, সজিব ওয়াজেদ জয়সহ পুরো শেখ পরিবার ও তাদের এমপিরা এই দুর্নীতিতে অংশ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই পারবে এ সকল অর্থনৈতিক, রাজনৈতিকসহ সকল সমস্যা সমাধান করতে। আমারও সংস্কার চাই তবে সেটি দ্রুত সময়ে হলে ভাল। যত বিলম্ব হতে ততোই সেটি সংঘাতের দিকে যাবে।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কবির কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক ফারুক উদ্দিন ভুইয়া, ইকবাল হাসান, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক ডা. জামাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

নরসিংদী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় প্রথম ধাপে ৪ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে দলটি।

সারাবাংলা/এইচআই

খায়রুল কবির খোকন নরসিংদী বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর