আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না: সিইসি
১৯ জানুয়ারি ২০২৫ ১১:৪৭ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৪:২২
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আইন-কানুন বিধি বিধানের মধ্যে থাকব। আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। যেখানে সকলে অবাধে অংশগ্রহণ করতে পারে। আমরা এজন্য একটি মাঠ তৈরি করতে চাই।
রোববার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ল্যাপটপ হস্তান্তর অনুষ্ঠানে এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভোটার তালিকাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে ও স্বচ্ছতা বজায় রাখতে কাজ করবে ইসি। এ বিষয়ে ইউএনডিপির সহায়তা চাওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজকে এ আয়োজন।’
এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘আমাদের ভোটার কর্মীরা যাতে বাড়ি বাড়ি গিয়ে কাজটি করতে পারে এজন্য প্রয়োজন সবার মাঝে সচেতনতা। আর এ সচেতনতা বাড়াতে গণমাধ্যমের কোন বিকল্প নেই।’
এ সময় তিনি আরও বলেন, ‘ইউএনডিপি ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা দিয়ে সহায়তা করেছে। যা আজ শুরু হলো। আশাকরি সামনের জাতীয় নির্বাচনেও অবাধ ও সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে তারা সহায়তা করবে।’
সিইসি নাসির উদ্দিন বলেন, ‘জাতীয় নির্বাচনে সহায়তার জন্য তাদের নিড এসেসমেন্ট টিম আসছে। নির্বাচন প্রক্রিয়ায় অনেক কিছু লাগে। গত দু’বার হালনাগাদ কার্যক্রম বন্ধ ছিল। তাই কিছু সন্দেহ রয়েছে, এজন্য ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতে আমরা কাজ করছি। আশা করছি সন্দেহ দূর হবে। এ কার্যক্রমে সারা দেশে কাজ করবে ৬৫ হাজার কর্মী।’
তিনি আরও বলেন, আমরা ছয়মাসের মধ্যে হালনাগাদ কার্যক্রম শেষ করার চেষ্টা করবো। ভোটার প্রবৃদ্ধির হার ১ দশমিক ৫৫ শতাংশ। অনেক বড় প্রোগ্রাম হাতে নিয়েছি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি। এ কার্যক্রমে বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে ইসি ‘
উল্লেখ্য, ইউএনডিপি বরাবরই ইসিকে বিভিন্ন সহায়তা দিয়ে আসছে। এর আগেও প্রশিক্ষণ, অবকাঠামো উন্নয়ন, নির্বাচনী উপকরণে সহায়তা দিয়েছে সংস্থাটি। সোমবার (২০ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এ কার্যক্রমে কারিগরি সহায়তা দিতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ল্যাপটপ, স্ক্যানারসহ অন্যান্য উপকরণ হস্তান্তর করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে।
সারাবাংলা/এনএল/এমপি