Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৩:৫১ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ১৭:০৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সারাবাংলা

ঢাকা: রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া সংস্কার কমিশনের কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‘এখন পর্যন্ত চারটা সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। এ ব্যাপারে বিএনপির মতামত বা মূল্যায়ন কী?’— একজন সাংবাদিকের এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কোনো মন্তব্য করতে চাই না, কারণ পুরো রিপোর্ট আমাদের কাছে আসেনি। এখানে সরকার যেটা বলেছে এবং পরিকল্পনা করেছে যে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্য ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি তো বারবার বলে আসছি সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নাই। সংস্কার চলবে, নির্বাচনও হবে।  যে দল সরকারে আসবে, তারা সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি যে, আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব।’

দলের শীর্ষ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই মহান নেতার জন্মদিনে বারবার আমাদের মনে পড়ছে তার যদি জন্ম না হত, তাহলে বাংলাদেশের স্বাধীনতা কী অবস্থায় যেত- তা আমরা জানি না।’

তিনি বলেন, ‘জিয়াউর রহমান একদিকে যেমন সৈনিক ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, তার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, তখন তিনি একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ের মধ্যে সমস্ত সেক্টর সংস্কার করেছিলেন। তিনিই প্রথম বাংলাদেশে সবচেয়ে বড় যে সংস্কার অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থায় নিয়ে আসলেন। তিনিই প্রথম একটা বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে রূপ দিলেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘এই মহান নেতা যে দল তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা-বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তারই উত্তসূরি বেগম খালেদা জিয়া দলকে আরও শক্তিশালী করেছেন। আজকে তিনি অসুস্থ অবস্থায় লন্ডনে আছেন। আমরা তার আরোগ্যের জন্য দোয়া করছি এবং তারই যোগ্য উত্তরসূরি আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসিনা ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের নতুন নেতৃত্ব দিচ্ছেন। আজকের এই দিনে আমরা প্রার্থনা করছি সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক। এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরবসহ আরও অনেকে।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর