Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহাসমাবেশে বোমা হামলার ২৪ বছর, হত্যাকাণ্ডের বিচার দাবি সিপিবি’র

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ১৯:২৮ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২০:৪৯

ঢাকা: চব্বিশ বছর আগে ২০০১ সালের ২০ জানুয়ারি রাজধানীর পল্টন ময়দানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত  মহাসমাবেশে বোমা হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে দলটি।

রোববার গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ বিচার এবং নেপথ্যের হোতাদের চিহ্নিত করা হয়নি।

বিবৃতিতে বোমা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের পাশাপাশি এর নেপথ্যের হোতাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বলা হয়, হত্যা-হামলা-মামলা নির্যাতন করে কমিউনিস্টদের আন্দোলন দমানো যায় নি এবং ভবিষ্যতেও যাবে না। শহীদদের রক্তপতাকা নিয়েই কমিউনিস্ট পার্টি এগিয়ে যাবে। শহীদদের স্বপ্নের শোষণমুক্ত সমাজ ও সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেই তাঁদের প্রতি যথাযথ সম্মান জানানো হবে।

উল্লেখ্য, ও্ই বোমা হামলায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সিপিবি নেতা কমরেড হিমাংশু মণ্ডল, খুলনা জেলার রূপসা উপজেলার সিপিবি নেতা ও দাদা ম্যাচ ফ্যাক্টরীর শ্রমিক নেতা কমরেড আব্দুল মজিদ, ঢাকার ডেমরা থানার লতিফ বাওয়ানি জুটমিলের শ্রমিক নেতা কমরেড আবুল হাসেম ও মাদারীপুরের কমরেড মোক্তার হোসেন ঘটনাস্থলে এবং খুলনা বিএল কলেজের ছাত্র ইউনিয়ন নেতা কমরেড বিপ্রদাস রায় আহত হয়ে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ওই বছরেই ২ ফেব্রুয়ারি শহীদের মৃত্যুবরণ করেন। এছাড়া আহত হন শতাধিক নেতা-কর্মী।

এদিকে দিনটি পালনে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি ঘোষণা করেছে সিপিবি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- পুরানা পল্টনে শহীদদের স্মরণে সোমবার, সকাল ৮.৩০টা থেকে সকাল ১০টা পর্যন্ত সিপিবি’র কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের সম্মুখে শহীদ স্মরণে নির্মিত অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। সিপিবিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র, যুব এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/আরএস

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোমা হামলা

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর