Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা গত ১৫ বছর দেশ চালিয়েছে তাদের সঙ্গে কথা বলতে ঘৃণা করতাম’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ জানুয়ারি ২০২৫ ২০:২০ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৫ ২২:২৬

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঢাকা: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গত ১৫ বছর যে দল দেশ পরিচালনা করেছে, তাদের সঙ্গে কথা বলতে আমি ঘৃণা করতাম। কিন্তু বর্তমানে যারা উপদেষ্টার মধ্যে আছে, তাদের সঙ্গে কথা বলা যেতে পারে। এই যে শিক্ষকরা রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাচ্ছেন— এই দাবির বিষয়ে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে।

রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের ব্যানারে ‘বৈষম্যমূলক বদলি নীতিমালা সংশোধন পূর্বক এমপিওভুক্ত সকল শিক্ষকের জন্য বদলি চালুর দাবিতে’ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি এই সরকারকে সমর্থন করেছি। তার মানে এই নয় যে, আমি সরকারে আছি। সবকিছু সংস্কারের সময় এসেছে। আমরা জানি এক বছরে সবকিছু সংস্কার করা যাবে না।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষক জাতির বিবেক, এদের বিষয়ে আপনাদের চিন্তা করতে হবে। এরা চায় মন্ত্রণালয় থেকে কেউ এসে কথা বলুক। এদের যা দাবি তা শুনুন, আপনাদের কোনো কথা থাকলে তাও বলুন। এদের ন্যায্য দাবির বিষয়ে পদক্ষেপ নেন।’

অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা বলেন, আমরা বদলি প্রত্যাশী শিক্ষকরা বহুদিন ধরে বদলি চালুর জন্য সরকারের কাছে আবেদন নিবেদন করে আসছি। কিন্তু বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব দিচ্ছে না। গত বছরের ১৯ ডিসেম্বর শিক্ষকদের জন্য বদলির যে প্রজ্ঞাপন প্রকাশ করেছে, তা চরম বৈষম্যমূলক।

তারা বলেন, এ রকম দেশ আমরা চাই নাই। আমরা যদি দেখি, সরকার দেশের জনগণের জন্য কাজ করছে না, চাকরির ক্ষেত্রে বৈষম্য তৈরি করছে— তাহলে সম্মিলিতভাবে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করব।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার বৈষম্য নিরসন ও সংশোধন পূর্বক এমপিওভুক্ত ইনডেক্সধারী সব শিক্ষকের জন্য বদলি চালু করা প্রয়োজন। যা শিক্ষা ব্যবস্থায় আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনবে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ঘুণা টপ নিউজ দেশ পরিচালনা নাগরিক ঐক্য মাহমুদুর রহমান মান্না সভাপতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর