Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেমন যাবে আজকের আবহাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ০৯:০৭ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৩:১৬

ঢাকায় সকাল থেকে কুয়াশার দেখা না মিললেও বইছে শীতল হাওয়া

ঢাকা: আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যদিও ঢাকায় কুয়াশার দেখা নেই, তবে ভোর থেকেই বাতাস বয়ে যাচ্ছে। যে কারণে সকালে বেশ শীত অনুভূত হচ্ছে।

সোমবার (২০ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ দিন সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, বুধবার (২২ জানুয়ারি) থেকে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না। এই দুই দিনই অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাবাংলা/জেআর/এসডব্লিউ

আবহাওয়া জলবায়ু ঢাকা সারা দেশ

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর