Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার ভারতীয় চিনি, বিড়ি ও জিরা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:২৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪

জব্দকৃত ভারতীয় পণ্য চিনি, বিড়ি ও জিরা। ছবি: সারাবাংলা।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে অবৈধ ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরাসহ চারটি পিকআপ জব্দ করেছে বিজিবি।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকার ছাতারকোনা থেকে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি, বিড়ি ও জিরা নিয়ে আসলে বিজিবি অভিযান চালায়। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে অবৈধ মালামাল রেখে তারা পালিয়ে যায় চোরাকারবারিরা।

সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির জব্দ হওয়া মালামালের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এসআর

চিনি বিজিবি বিড়ি ও জিরা জব্দ সুনামগঞ্জ সুনামগঞ্জ সীমান্ত

বিজ্ঞাপন

বৃহস্পতিবার আহসান মঞ্জিলে সুফি ফেস্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫০

আরো

সম্পর্কিত খবর