Monday 10 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৬ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৫:৩৮

ফাইল ছবি

কুড়িগ্রাম: জেলার দূরপাল্লার বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের চরাইখাল ব্রিজের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তাঘাট দেখা যাচ্ছিল না। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিল দূরপাল্লার বাস পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। ঘটনাস্থানে পৌঁছালে বাসের ধাক্কায় মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে মারা যান।

নাগেশ্বরী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এইচআই

কুড়িগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সাবেক এমপি আব্দুল মজিদ গ্রেফতার
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৪৫

মেলার ১০ম দিনে নতুন বই এসেছে ৮৪টি
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০০

আরো

সম্পর্কিত খবর