Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে এখনো ৩৩ হাজার অবৈধ বিদেশি, ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা

স্পেশাল করেসপডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৭:৩০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:০২

স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা: বাংলাদেশে অবৈধ বিদেশির সংখ্যা ৩৩ হাজার ৬৪৮ জন। এ সকল অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা দিতে একাধিকবার বিজ্ঞপ্তি জারি করার পরেও যারা বৈধ হয়নি তাদের বিরুদ্ধে আগামী ১ ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২০ জানুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম যে আমাদের দেশে অনেক বিদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। অফিসিয়ালি সংখ্যাটা ছিল ৪৯ হাজার ২২৬ জন। এটা এখন কমে হয়েছে ৩৩ হাজার ৬৪৮ জন। আগামী ৩১ জানুয়ারি তাদের বৈধ হওয়ার সময়সীমা শেষ হয়ে যাবে।

উপদেষ্টা আরও বলেন, ‘অনেকে (অবৈধ বিদেশি) চলে যাচ্ছেন। যারা অবৈধভাবে আছে, আগামী ৩১ জানুয়ারির পর আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো। বিদেশিদের কাজ দিতে হলে একটা অনুমতি নিতে হয়। যদি কেউ অনুমতি না নিয়ে তাদের (অবৈধ বিদেশি) কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ ছাড়া উপদ্ষ্টো বলেন, ‘তাদের মাধ্যমে (অবৈধ বিদেশিদের বৈধ হওয়ার মাধ্যমে) ১০ কোটি ৫৩ লাখ টাকা রেভিনিউ আয় হয়েছে।

সারাবাংলা/জেআর/এইচআই

অবৈধ বিদেশি জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর