Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

স্পেশাল করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ১৯:৩৮

সচিব আলী ইমাম মজুমদার

ঢাকা: আলী ইমাম মজুমদারকে ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২০ জানুয়ারি) জারি করা প্রজ্ঞাপনে খাদ্য মন্ত্রণালয়ের পাশাপাশি তাকে ভূমি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই দায়িত্ব দিয়েছেন বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টার মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে তাকে উপদেষ্টা করা হয়। প্রথমে তিনি দফতর ছাড়াই প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত থেকে জনপ্রশাসনসহ সরকারের নানা কাজে যুক্ত ছিলেন। পরে তাকে খাদ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

এর মধ্যে গত ২০ ডিসেম্বর ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেলে ভূমি মন্ত্রণালয় শুন্য হয়। এরপর আলী ইমাম মজুমদারকে ওই মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

সারাবাংলা/জে আর/এনজে

দায়িত্ব প্রজ্ঞাপন ভূমি উপদেষ্টা

বিজ্ঞাপন

‘ভুয়া ভুয়া’ থেকে ‘লিটন লিটন’
২০ জানুয়ারি ২০২৫ ২১:২১

আরো

সম্পর্কিত খবর