রিয়াল ছাড়ছেন আনচেলত্তি?
২০ জানুয়ারি ২০২৫ ২০:১০ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ২০:১৫
দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব পালন করছেন তিনি। গতকালই দারুণ এক জয়ে লা লিগার শীর্ষে ফিরেছে কার্লো আনচেলত্তির দল। ঠিক এই সময়েই বোমা ফাটালো স্প্যানিশ সংবাদমাধ্যম। স্প্যানিশ সাংবাদিক এডু পিডাল ওন্ডা সিরোকে রেডিও স্টেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই মৌসুম শেষেই রিয়ালকে বিদায় বলবেন আনচেলত্তি।
২০১৩ সালের জুলাইয়ে প্রথমবার রিয়ালের দায়িত্ব নেন আনচেলত্তি। ১১৯ ম্যাচ দায়িত্ব পালন শেষে ২০১৫ সালের মে মাসে ক্লাবকে বিদায় বলেন তিনি।
এরপর ২০২১ সালে আবার রিয়ালে ফেরেন আনচেলত্তি। এখন পর্যন্ত রিয়ালকে রেকর্ড ১৫টি শিরোপা জিতিয়েছেন এই কোচ, যা ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। সব পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরা কোচের খেতাবটা উঠেছে আনচেলত্তির হাতেই।
২০২৩ সাল থেকেই গুঞ্জন উঠেছে, রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। তবে প্রতিবারই এই গুঞ্জন থামিয়ে রিয়ালেই থেকে গেছেন তিনি। তবে এই মৌসুম শেষেই রিয়াল ছাড়ছেন আনচেলত্তি, এমনটাই জানিয়েছেন স্প্যানিশ সাংবাদিক এডু পিডাল। তিনি বলছেন, ক্লাবকে এরই মাঝে নিজের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন আনচেলত্তি।
রিয়াল মাদ্রিদ এরই মাঝে নতুন কোচের সন্ধান শুরু করে দিয়েছে, পিডাল বলছেন এমনটাই। আনচেলত্তির উত্তরসূরি হিসেবে বেয়ার লেভারকুসেন কোচ ও সাবেক রিয়াল তারকা জাভি আলোনসোকেই বেছে নিতে চায় রিয়াল।
শেষ পর্যন্ত আনচেলত্তি সত্যি রিয়াল ছাড়ছেন কিনা, সেটা জন্য অপেক্ষা করতে হবে রিয়ালের আনুষ্ঠানিক ঘোষণা আসা পর্যন্ত।
সারাবাংলা/এফএম