Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিজারে গজ রেখে সেলাই
অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২০ জানুয়ারি ২০২৫ ২২:১২

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালের হাসিনা বেগম নামে এক গৃহবধূর সন্তান প্রসবের সিজারে গজ রেখে সেলাই করা হয়। এতে ইনফেকশনে কেটে ফেলতে হয় জরায়ু। এ ঘটনায় মামলার তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হওয়ার তথ্য পাওয়া গেছে।

২০২৩ সালের ১৭ জুন ত্রিশালের আউটিয়াল গ্রামের রিকশাচালক আনিসুরের রহমানের স্ত্রী হাসিনা’র (৩৫) প্রসব ব্যথা নিয়ে নগরীর চরপাড়া ব্রাহ্মপল্লী হেলথ কেয়ার প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। গাইনী চিকিৎসক ডা. রূপা আক্তারের অস্ত্রপ্রচারে হাসিনা ছেলে সন্তান প্রসব করেন।

বিজ্ঞাপন

২১ জুলাই হাসিনা তলপেটে ব্যথা নিয়ে ময়মনসিংহের চুরখাইয়ে কমিনিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সুস্থ না হওয়ায় ১৪ আগস্ট হাসিনাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষায় হাসিনার জরায়ুতে গজের মতো কিছু একটা থাকায় ইনফেকশন হয়েছে জানান চিকিৎসকরা। এমন পরিস্থিতিতে ১৩ সেপ্টেম্বর অপারেশন করা হয়। হাসিনাকে বাঁচাতে অপারেশন করে জরায়ু কেটে ফেলতে হয়। এদিকে, দরিদ্র রিকশাচালক স্ত্রীর চিকিৎসায় রিকশাটিও বিক্রি করে দিতে হয়েছে।

আরও পড়ুন:

সিজারে গজ রেখে সেলাই, ইনফেকশনে কেটে ফেলা হলো জরায়ু

জরায়ু কাটা পড়ার ঘটনায় প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে মামলা

এ ঘটনায় হাসিনার স্বামী আনিসুর রহমান ময়মনসিংহ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। মামলায় আসামিরা হলেন ওবায়দুল ডায়ানস্টিক সেন্টারের মালিক দেলোয়ার, হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক জাফর আহমেদ ও চিকিৎসক রূপা আক্তার।

মামলাটি আমলে নিয়ে আদালত জেলা সিভিল সার্জনকে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম কমিটি করে তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

বিজ্ঞাপন

আইনজীবী মো. বিল্লাল হোসেন সারাবাংলাকে বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। তদন্ত প্রতিবেদনের আলোকে আদালত কাছে আমরা ন্যায় বিচার পাবো বলে প্রত্যাশা করছি।

সারাবাংলা/এসআর

তদন্ত প্রতিবেদন ময়মনসিংহ সিজারে গজ রেখে সেলাই