খুলনায় বিএনপির সম্মেলন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
২১ জানুয়ারি ২০২৫ ০৮:৩৯
খুলনা: খুলনা মহানগর বিএনপির সম্মেলন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এবং উক্ত সম্মেলন সফল করতে ১৩টি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কদের, থানা কমিটির সভাপতি-সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
মহানগর বিএনপির আহ্বায়ক এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের পরিচালনায় সভায় মহানগরীর আই-শৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসিনতায় নগরজুড়ে সন্ত্রাসীদের রাম রাজত্ব কায়েম হয়েছে। গত তিন মাসে নগরীতে ৯টি খুনসহ অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে কিন্তু বরাবরই সন্ত্রাসীরা থাকছে ধরা ছোয়ার বাইরে। ফলে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে দ্বিতীয়বার ভাবছে না। সর্বশেষ সোমবার সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ২১নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার, এর আগে সন্ত্রাসী হামলায় ৩০ নং ওয়ার্ড বিএনপি নেতা আমির হোসেন বোয়িং মোল্লা নিহত হয়।
এছাড়া গত ১৯ জানুয়ারি দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হয়েছেন ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাহিন ও সোমবার রাতে সুন্দরবন আর্দশ মহাবিদ্যালয়ের ছাত্রদল কর্মী ২৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান লিটুর ছেলে নওফেল ধারালো অস্ত্রঘাতে আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। সভা থেকে নগরীর আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, এড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, এড. শেখ মোহাম্মাদ আলী বাবু, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, মোল্লা ফরিদ আহমেদ, আসাদুজ্জামান আসাদ, হাবিবুর রহমান বিশ্বাস, শেখ ইমাম হোসেন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, নাসির উদ্দিন, জাকির ইকবাল বাপ্পী, বিপ্লবুর রহমান কুদ্দুস, মতলুবুর রহমান মিতুল, সোহাগ মোল্লা প্রমূখ।
সারাবাংলা/এসডব্লিউ