ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সারাবাংলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ১৩:১৪
২১ জানুয়ারি ২০২৫ ১৩:১৪
ঢাকা: এজেন্ট ব্যাংকিং সেবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ব্যাংক এশিয়া। শনিবার (১৮ জানুয়ারি) ২০২৫ তারিখে রাজধানীর পুরানা পল্টনের করপোরেট অফিসে (র্যাংগস; টাওয়ার) ব্যাংকের চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী পরিচালনা পর্ষদ এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন।
অনুষ্ঠানে ʻওয়েট মার্কেট কালেকশনʼ এবং ʻডাটা অ্যানালিটিক্সʼ নামে দুটি সেবা উদ্বোধন এবং ১০ জন সেরা এজেন্টকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
এজেন্ট ব্যাংকিংয়ের পথপ্রদর্শক হিসেবে ব্যাংক এশিয়া ২০১৪ সালের ১৭ জানুয়ারি দেশে এ সেবার কার্যক্রম শুরু করে। ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০ লাখ গ্রাহককে আর্থিক সেবার আওতায় এনেছে যার ৯২ শতাংশ গ্রামীণ জনগোষ্ঠী এবং ৬৪ শতাংশ নারী।
সারাবাংলা/ইআ