Tuesday 21 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কের হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ১৪:০৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৫:১২

তুরস্কের স্কি রিসোর্ট হোটেলের অগ্নিকাণ্ড

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কি রিসোর্ট হোটেলে মঙ্গলবার (২১ জানুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং ৩২ জন আহত হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বোলু প্রদেশের কার্তালকায়া রিসোর্টের একটি হোটেলে স্থানীয় সময় ভোর ৩টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ড ঘটে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন ইয়ারলিকায়া।

বিজ্ঞাপন

শীতকালীন অবকাশ কাটাতে এবং স্কুল ছুটির মৌসুমে (জানুয়ারি-ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ) কার্তালকায়া পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্য। অগ্নিকাণ্ডের সময় হোটেলটিতে প্রায় ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন বলে জানিয়েছেন বোলু প্রদেশের গভর্নর আবদুল আজিজ আইদিন।

আইদিন জানান, হতাহতদের মধ্যে দুইজন আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ে প্রাণ হারান।

ইয়ারলিকায়া আরও জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ২৬৭ জন জরুরি সেবাকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে এবং তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, হোটেলের উপরের তলাগুলো থেকে আগুনের শিখা বের হচ্ছে। সে সময় কিছু অতিথি চাদর বেঁধে নিচে নামার চেষ্টা করছিলেন।

তুরস্কের স্বরাষ্ট্র, পর্যটন ও স্বাস্থ্যমন্ত্রী কার্তালকায়া রিসোর্টের উদ্দেশে রওনা হয়েছেন এবং মঙ্গলবার (২১ জানুয়ারি) তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো জানিয়েছে।

সারাবাংলা/এনজে

অগ্নিকাণ্ড তুরস্ক নিহত হোটেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর