নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ শিক্ষার্থী নিহত
২১ জানুয়ারি ২০২৫ ১৪:৪৪ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৩২
নাটোর: নাটোরের লালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। তারা সবাই দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার ধলা হিন্দুপাড়া গ্রামের শিবেনের ছেলে শ্রাবণ মজুমদার (১৮), রতনের ছেলে স্বপন (১৯) ও সোনাইডাঙ্গা গ্রামের বিষ্ণু সরকারের ছেলে বিধান সরকার (১৮)। তারা তিন বন্ধু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ধলা হিন্দুপাড়া যাচ্ছিল। সেকচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শ্রাবণ ও বিধান নিহত হয়। গুরুতর আহত স্বপনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির এসআই কামরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ড্রাইভার পালাতক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা হচ্ছে বলেও জানান তিনি।
সারাবাংলা/ইআ