Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব বাতিলের আদেশে সই করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ১৫:০০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৬:৫২

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক নীতি পরিবর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। আগের নিয়ম অনুযায়ী, কেউ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলেই জন্মসূত্রে দেশটির নাগরিকত্ব পেতেন। কিন্তু এখন থেকে এই নিয়ম বাতিল হয়ে যাবে। এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প।

যদিও এই নীতি পরিবর্তন করা কঠিন। কারণ মার্কিন সংবিধানেই জন্মসূত্রে নাগরিকত্বের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, ‘যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছেন, তারা মূলত যেখান থেকে এসেছেন সেখানেই ফেরত পাঠানো হবে।’

ট্রাম্পের রিমেইন ইন মেক্সিকো বা ‘মেক্সিকোতেই থাকো’ নীতি ফের কার্যকর করা হবে। সীমান্ত এলাকায় আরও সৈনিক ও জনবল পাঠানো হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মাদক চক্র বা কার্টেলগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা হবে এসব নির্বাহী আদেশে।

সারাবাংলা/এসডব্লিউ

ডোনাল্ড ট্রাম্প মার্কিন নাগরিকত্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর