Wednesday 05 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিটিবি চেয়ারম্যানের দুর্নীতি: দুদকের সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৭:৪৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৯:১৬

অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান।

ঢাকা: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রিটে দুদক চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন এ রিট দায়ের করেন।

রিটকারী আইনজীবী কামাল হোসেন বলেন, সিন্ডিকেট করে ছাপাখানা মালিকরা বই ছাপার কাজ বাগিয়ে নিলেও দরপত্র যাচাই ও মূল্যায়নে পিপিআর ২০০৮-এর ৩১(৩) বিধি অনুযায়ী টেন্ডার প্রাক্কলিত দরের চেয়ে ১০ শতাংশ বেশি হলে রি-টেন্ডারের সুপারিশ করার কথা। কিন্তু ছাপাখানা মালিকরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশিতে টেন্ডার জমা দিলেও এনসিটিবি পুনরায় টেন্ডার না করেই কাজ দিয়ে দেয়।

তিনি বলেন, প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি টাকা ব্যয় করেছে এনসিটিবি। সরকারের অর্থ অপচয় হয়েছে। এখানে দুর্নীতি হয়েছে বলে প্রতীয়মান হয়।

একজন অভিভাবক ও আইনজীবী হিসেবে আমি প্রথমে দুদকে আবেদন করেছি। কিন্তু দুদকে সাড়া না পাওয়ায় এবার হাইকোর্টে রিট আবেদন করেছি।

সারাবাংলা/কেআইএফ/ইআ

এ কে এম রিয়াজুল হাসান

বিজ্ঞাপন

ছবির গল্প শিল্পকলায় পিঠা খাওয়ার ধুম
৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:১৫

আরো

সম্পর্কিত খবর