Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২১ জানুয়ারি ২০২৫ ১৯:৪১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ২২:৪০

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ায় সড়ক বিভাজকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা সম্পর্কে শ্যালক ও ভগ্নিপতি। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বগুড়া-রংপুর মহাসড়কে সদরের গোকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নজরুল ইসলাম( ৭০) ও বাবুল ইসলাম(৫৭)।

হাইওয়ে পুলিশ জানায়, বিকেলে শহরের দিকে আসা ওই প্রাইভেটকারটি গোকুল বাজারের নিকট হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এ সময় সেটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ভেতরে থাকা বাবুল ও নজরুল গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বগুড়ার টিএমএসএম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ারুজ্জামান জানিয়েছেন, মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

বগুড়া সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

সেই হাথুরুসিংহকে দুষলেন আফিফ
২১ জানুয়ারি ২০২৫ ২৩:১৬

আরো

সম্পর্কিত খবর