চট্টগ্রামে বইমেলা শুরু ১ ফেব্রুয়ারি
২১ জানুয়ারি ২০২৫ ২০:৪১
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এবারের অমর একুশে বইমেলা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) আয়োজনে ২৬ দিনব্যাপী এ বইমেলা নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে লেখক-প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ও বইমেলা কমিটি প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের ব্যবস্থাপনায় ১ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বইমেলা অনুষ্ঠিত হবে।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বইমেলা কমিটির আহ্বায়ক শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংস্থাটির প্রধান শিক্ষা কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, প্রধান প্রকৌশলী আবুল কাশেম, শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি ও বইমেলা কমিটির সদস্য সচিব মো. সাহাব উদ্দীন হাসান বাবু, সাধারণ সম্পাদক আলী প্রয়াস, সমাজ কল্যাণ কর্মকর্তা মামুনুর রশীদ, লেখক ও সাংবাদিক ওমর কায়সার, নাজিমুদ্দীন শ্যামল, মিজানুর রহমান শামীম, ড. সৌরভ শাখাওয়াত, মুহাম্মদ নুরুল আবসার ও আলমগীর শিপন।
সারাবাংলা/আইসি/এইচআই