Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তুরস্কে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬৬

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫ ২৩:৩২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৩৮

অগ্নিনির্বাপণকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন

তুরস্কে বোলুতে একটি স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আগুনের ঘটনায় আরও অন্তত ৫১ জন আহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রান্ড কার্তাল হোটেল নামের ১২ তলা ওই আবাসিক হোটেলে ভোর রাতে আগুন লাগে। বছরের এই ব্যস্ত সময়ে হোটেলটিতে ২৩৪ জন অতিথি ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আতঙ্কিত হয়ে ভবন থেকে লাফ দিয়ে প্রাণ হারান দু’জন। অগ্নিনির্বাপণকর্মীরা ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

তুরস্কের গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অনেকে জানালা থেকে বিছানার চাদর বা কাপড় ঝুলিয়ে ভবনের আগুন থেকে পালানোর চেষ্টা করছেন।

বোলু গভর্নর আবদুল্লা আজিজ আয়দিন জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে জানা যাচ্ছে, চারতলায় হোটেলের রেস্তোঁরা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। পরে সেটি ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তকারীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

সারাবাংলা/এইচআই

অগ্নিকাণ্ড তুরস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর