খুলনায় ড্রাম ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ০৮:২১
২২ জানুয়ারি ২০২৫ ০৮:২১
খুলনা: খুলনায় বালু ভর্তি ড্রাম ট্রাকের চাপায় তারেক রেজওয়ান নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে রূপসা ব্রিজের নীচে আছিয়া সী ফুডের সামনে এ ঘটনাটি ঘটে।
মৃত রেজওয়ান নগরীর টুটপাড়া এলাকার আজাদ শেখের ছেলে।
স্থানীয়রা জানান, রূপসা ব্রীজের নীচ থেকে রেজওয়ান মোটরসাইকেলযোগে পুটিমারীর দিকে যাচ্ছিল। আছিয়া সী ফুডসের সামনে বালু ভর্তি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা খায় ওই মোটরসাইকেল। ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেল ড্রাম ট্রাকের নিচে চলে যায় এবং আরোহী তারেক রেজওয়ানের মৃত্যু হয়।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমপি