Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীসহ সারা দেশে ঘন কুয়াশা, যান চলাচল ব্যহত

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ০৯:৪৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১১:১৬

রোদ থাকলেও কমেছে তাপমাত্রা। ছবি: সারাবাংলা

ঢাকা: গত কয়েকদিনের হালকা ঠান্ডা হঠাৎ করে কিছুটা বেড়ে গেছে। এরমধ্যে রাত থেকে যে কুয়াশা পড়েছে, তা দেশের কোথাও কোথাও সকাল ৯ টা পর্যন্ত থাকতে দেখা গেছে। রাজধানী ঢাকাতেও গত কয়েক দিনের চেয়ে বেশি কুয়াশা পড়েছে, তাই একটু দেরি করে সূর্যের দেখা পাওয়া গেছে।

বুধবার (২২ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে, এটা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বিজ্ঞাপন

এদিকে বৃহস্পতিবারের (২৩ জানুয়ারি) আবহাওয়ার পূর্বাভাস বলছে, এ দিনও শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারী ধরণের কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এ দিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, আসছে সপ্তাহের প্রথমদিকে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে। তিনি আরও জানান, ‘উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যদিও এর কোনো প্রভাব দেশের ওপরে পড়বে না। এ সময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।

সারাবাংলা/জেআর/এমপি

বিজ্ঞাপন

কুয়াকাটায় আইনজীবীকে কুপিয়ে জখম
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৩

আরো

সম্পর্কিত খবর