ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় বাইক থামিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছ থেকে ৮০ লাখ টাকাসহ ৫৫ লাখ টাকা সমমূল্যের মার্কিন ডলার ও ইউরো ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ওই দুই ভাই।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে গুলশান-২ নম্বরে ডিএনসিসি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত আব্দুল কাদের শিকদার (৩০) ও তার মামাতো ভাই আমির হামজা (২৫) বর্তমানে গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ, ছিনতাইকারী দলে থাকা ইয়াছিন নামে একজন এর আগে আব্দুল কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদারকে অপহরণ করেছিলেন।
আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার জানান, তারা গুলশানে থাকেন। তার বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। মঙ্গলবার রাতে কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।
মিন্টু শিকদার বলেন, গুলশান ডিএনসিসি মার্কেটের সামনে ইয়াছিনসহ ১০-১২ জন মোটরসাইকেলের গতিরোধ করে। রড ও ধারালো অস্ত্র দিয়ে পরে আমার দুই ভাইয়ের মাথায় আঘাত করে তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে ৩০ লাখ টাকা), ২০ হাজার ইউরো (প্রতি ইউরো ১২৫ টাকা হিসাবে ২৫ লাখ টাকা) ও ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে দুই ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে তাদের নিয়ে গুলশান ইউনাইটেড হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ইয়াছিন নামে একজন জড়িত অভিযোগ করে মিন্টু বলেন, ‘চার মাস আগে ইয়াছিন দলবল নিয়ে আমাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল। ওই সময় ইয়াছিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেছিলাম। পুলিশ ইয়াছিনসহ কয়েকজনকে গ্রেফতার করেছিল। পরে ইয়াছিন ও তার সহযোগীরা জামিন নিয়ে জেল থেকে বের হয়ে হুমকি দিতে থাকে। তারাই গত রাতে এ ঘটনা ঘটিয়েছে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে গুলশান এলাকা থেকে দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। এখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে স্বজনরা তাদের অন্য হাসপাতালে নিয়ে গেছেন।