Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলশানে বাইক থামিয়ে ছিনতাই, ২ ভাইকে কুপিয়ে আহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১০:১০ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১১:৪৫

ঢাকা: রাজধানীর গুলশান-২ এলাকায় বাইক থামিয়ে ছিনতাইয়েরে ঘটনা ঘটেছে। এ সময় দু’ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাদের কাছ থেকে ৮০লক্ষ টাকা ও ডলার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন তারা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে গুলশান ২ ইসিজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, আব্দুল কাদের শিকদার (৩০) ও তার মামাতো ভাই আমির হামজা (২৫)। বর্তমানে তারা গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছে।

আহত আব্দুল কাদেরের ছোট ভাই মিন্টু শিকদার জানান, ‘তাদের বাসা গুলশানে। তার বড় ভাই আব্দুল কাদের ও মামাতো ভাই আমির হামজা মানি এক্সচেঞ্জের ব্যবসা করেন। রাতে কাজ শেষ করে মোটরসাইকেলে বাসায় ফিরছিল। গুলশান ইসিজি মার্কেটের সামনে আসলে ইয়াছিনসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি মোটরসাইকেলের গতিরোধ করে। পরে দু’জনকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুলশান ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘গত চারমাস আগে ইয়াছিনের নেতৃত্বে আমাকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এই ঘটনায় ইয়াছিনসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করা হয়। সেই মামলায় ইয়াছিনসহ কয়েকজন জেল থেকে জামিনে বের হয়ে হুমকি দিতে থাকে। তারাই গতকাল রাতে এই ঘটনা ঘটিয়েছে।’

ঢাকা মেডিবেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, রাতে গুলশান এলাকা থেকে দুজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিল। পরে প্রাথমিক চিকিৎসা শেষে স্বজনরা অন্য হাসপাতালে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এমপি

অপরাধ আহত ছিনতাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর