Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির শহিদ মিনার এলাকায় গাছে ঝুলছে মরদেহ, উদ্ধারে ফায়ার সার্ভিস

ঢাবি করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১০:৩২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১১:৪৪

গাছে ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাতপরিচয়ে একটি মরদেহ উদ্ধার। ছবি: সারাবাংলা

ঢাবি: ঢাকা ‍বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় গাছে ফাঁস নেওয়া অবস্থায় অজ্ঞাতপরিচয়ে একটি মরদেহ উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিষয়টি জনসাধারণের নজরে আসে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা মরদেহটি উদ্ধারের কার্যক্রম শুরু করে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণিত ভবনের বিপরীতে গাছের চূড়ায় মরদেহটি ঝুলছে। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন পথচারীরা।

শহিদ মিনার এলাকার একজন পথচারী বলেন, ‘আমরা ভোরে লাশটি দেখতে পাই। তবে অবস্থা দেখে মনে হচ্ছে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে। এটাকে আত্মহত্যা বলে মনে হয় না।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরদেহের গায়ে ছিল সবুজ রঙের টিশার্ট ও সাদা রঙের কোট। পরনে নীল রঙের ট্রাউজার। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা গাছ থেকে মরদেহটি নিচে নামানোর চেষ্টা করছেন।

মরদেহের বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের এক সদস্যের সঙ্গে কথা বললে তিনি জানান, ‘এখন পর্যন্ত লাশের পরিচয় বা লাশের বিষয়ে কোন কিছু জানা যায়নি। আমরা এটাকে উদ্ধার করছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সারাবাংলা/এআইএন/এমপি

ঝুলন্ত মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর