Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীর সীমান্ত থেকে সাড়ে ৪ লাখ ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১১:৫৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৩:৪০

নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা জব্দ। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে সাড়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের মেম্বার পোস্ট এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, ‘টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের নাফ নদীর মেম্বার পোস্ট এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির পৃথক দুইটি দল অভিযান চালায়। এক পর্যায়ে নদী তীরে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবির সদস্যরা থামার জন্য সংকেত দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে নদী সাঁতরে মিয়ানমার দিকে পালিয়ে যায়।’

এ সময় পাচারকারিদের আরও কয়েকজন বিজিবি সদস্য আলিখালের দিকে যেতে দেখে ধাওয়া দেয়। পরে লোকগুলো নদী সাঁতরে খরেরদ্বীপ হয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়। মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দফতরে রাখা হয়েছে।

সারাবাংলা/এমপি

ইয়াবা কক্সবাজার নাফ নদী

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর