Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে মার্শাল আর্ট ক্যাম্পিংয়ে চিত্রনায়ক জাহাঙ্গীর রুবেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১২:৩৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১২:৩৬

কক্সবাজার: বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের দুই দিনের প্রশিক্ষণ, সেমিনার ও ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। শতাধিক শিক্ষক-শিক্ষার্থী নিয়ে কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনের এই প্রোগ্রামের উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ মার্শাল আর্টের জাতীয় প্রশিক্ষক ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চিত্র নায়ক মাসুম পারভেজ রুবেল।

বিজ্ঞাপন

উদ্বোধকের বক্তব্যে ওস্তাদ জাহাঙ্গীর আলম বলেন, ‘মার্শাল আর্ট একটি গুরুমুখী বিদ্যা। এ বিদ্যার সাধনা ছাড়া কোনো বিকল্প নেই। নিজেকে রক্ষার্থে আত্মরক্ষার কৌশল মার্শাল আর্টকে ধরে রাখতে হলে এভাবে প্রতিযোগিতার মধ্যে দিয়ে সকলকে এগিয়ে যেতে হবে।’

প্রধান অতিথি মাসুম পারভেজ রুবেল বলেন, ‘পৃথিবীর প্রত্যেকটা দেশে মার্শাল আর্টের প্রচলন রয়েছে। সে দিক থেকে আমাদের দেশও পিছিয়ে নেই। মার্শাল আর্ট খালি হাতে প্রশিক্ষণের মাধ্যমে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করার কৌশল ও প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক খেলা।’

এতে উপস্থিতি ছিলেন, ‘শিক্ষক পরিষদ কেন্দ্রীয় শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শিক্ষক পরিষদের সভাপতি সিহান প্রফেসর অজয় দে, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হানশি নাজমুল মোর্শেদ, বাংলাদেশ মার্শাল আর্ট শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সেনসি মো. আলী আকবর, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিহান ডা. মো. শফি. ডি এম রোস্তম, সিহান মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রুপন ধর, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি এ্যাড. মো. মহসিন ও সাইফুল ইসলাম হিরো।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ ও আলোচনা শেষে শিক্ষক, ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

সারাবাংলা/এমপি

কক্সবাজার চিত্রনায়ক ওস্তাদ জাহাঙ্গীর আলম মার্শাল আর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর