ঢাকা: বোমা হামলার হুমকি পাওয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশের বিমানটিতে তল্লাশি চালিয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট। তবে কোনো বোমা মেলেনি।
বুধবার (২২ জানুয়ারি) সকালে ফ্লাইটটি অবতরণ করার পর সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে সাড়ে ১০টার দিকে পুরো বিমানটিতে অভিযান চালাচ্ছেন তারা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ‘বিমানটিতে তল্লাশি প্রায় শেষ পর্যায়ে। তবে কোনো বোমা পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে যাত্রীদের লাগেজ ফেরত দেওয়া হবে।’

বোমা ডিস্পোজাল ইউনিট বিমানের ভেতর প্রবেশ করে তল্লাশি চালায়।
তিনি জানান, আজ সকাল ৯টা ২০ মিনিটে বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ কর। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে বিমান থেকে বের করে টার্মিনালে নেওয়া হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিস্পোজাল ইউনিট বিমানের ভেতর প্রবেশ করে ১১টা পর্যন্ত তল্লাশি চালায়। তারা বিমানের ভেতরে সিট, করিডর, টয়লেট, ক্যাফে তল্লাশি করেন।
এর আগে, ইতালির রোম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়। একটি অপরিচিত নম্বর থেকে বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। পরে সকাল ৯টা ২০ মিনিটে হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী এবং বিমান ক্রুর সবাইকে নিরাপদে নামিয়ে টার্মিনালে পাঠিয়ে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
আরও পড়ুন- ইতালি থেকে আসা বিমানে বোমা হামলার হুমকি, নিরাপত্তা জোরদার