ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মোটরসাইকেল চুরি করতে গিয়ে রুবেল নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার যাদুরাণী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুবেল পীরগঞ্জ উপজেলার গোগর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে মোটরসাইকেল চুরি করতে গেলে হাতেনাতে ধরা পড়েন রুবেল। এ সময় স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। তার বিরুদ্ধে চুরি, নারী ও শিশু নির্যাতন আইনে দুটি মামলা রয়েছে। তার বাবার বিরুদ্ধেও চুরির অভিযোগে মামলা আছে।