Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিস্তিতে কেনা যাবে ইনফিনিক্স স্মার্টফোন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৫:৩৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৬:১৪

এখন তথ্য প্রযুক্তি কিস্তিতেই কেনা যাবে ইনফিনিক্স স্মার্টফোন

ঢাকা: স্মার্টফোনকে আরও সহজলভ্য করতে ও সবার হাতের নাগালে পৌঁছে দিতে স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স ও বৈশ্বিক ফিনটেক প্ল্যাটফর্ম পাম পে’র সঙ্গে অংশীদারিত্ব চুক্তি সই করেছে। এর ফলে গ্রাহকরা এখন থেকে কোন ক্রেডিট কার্ড ছাড়াই কিস্তিতে স্মার্টফোন কিনতে পারবেন।

এই অংশীদারিত্ব সীমিত আয়ের মানুষদের বিশেষ সুবিধা দেবে। বিশেষ করে, যাদের পক্ষে এককালীন বড় অঙ্কের টাকা জোগাড় করে পছন্দের স্মার্টফোন কেনাটা বেশ কষ্টসাধ্য, তাদের ক্ষেত্রে এই উদ্যোগটি খুবই কাজে লাগবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে ইনফিনিক্স এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব সহজেই গ্রাহকরা ঝামেলা ছাড়া স্মার্টফোন কিনতে পারবেন। যেমন- দশ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন কেনার জন্য গ্রাহকদের প্রাথমিকভাবে মাত্র ২ হাজার ৫০৫ টাকা প্রদান করতে হবে। যার মধ্যে ডাউন পেমেন্ট ২০ শতাংশ ২ হাজার টাকা; এককালীন সদস্য ফি ২৫ টাকা; প্রসেসিং ফি (ঋণের পরিমাণের ১ শতাংশ) ৮০ টাকা এবং নিরাপত্তা জামানত (মোট মূল্যের ৫ শতাংশ) ৪০০ টাকা; যা শেষ কিস্তিতে সমন্বয় হবে। বাকি অর্থ, মাসিক দুই শতাংশ সার্ভিস চার্জসহ ছয়টি সমান কিস্তিতে পরিশোধ করা যাবে। প্রতিটি কিস্তি হবে ১ হাজার ৪৯৪ টাকা এবং শেষ কিস্তি, নিরাপত্তা জামানতের কারণে হ্রাসপ্রাপ্ত হয়ে হবে ১ হাজার ৯৪ টাকা। এই ব্যবস্থায় গ্রাহকরা কোন প্রকার লুকায়িত খরচ ছাড়াই আর্থিক নমনীয়তা উপভোগ করতে পারবেন।

এই সুবিধা ভোগ করতে গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের কপি, মোবাইল নম্বর, অফিসের আইডি কার্ড, জামিনদারের এনআইডি কার্ডের কপি জমা দিতে হবে। এক্ষেত্রে জামিনদারকে অবশ্যই পরিবারের সদস্য হতে হবে। পাশাপাশি ক্রেতার আয়ের সঠিক বিবরণী দিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

ইনফিনিক্স তথ্য প্রযুক্তি কিস্তি স্মার্ট ফোন

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর