Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে ফেলে নবজাতক মেয়েকে হত্যা, সেই মায়ের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ১৭:০২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫

মা ঐশী আক্তার ও মেয়ে ফাহমিদা আক্তার সাওদা। ছবি: সারাবাংলা।

বরিশাল: বরিশালে ফাহমিদা আক্তার সাওদা নামে ৫ দিন বয়সি এক নবজাতক মেয়েকে কীর্তনখোলা নদীতে ফেলে হত্যার ঘটনায় মা ঐশী আক্তারের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে নবজাতকের বাবা সোহেল আহমেদ হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্ত মা ঐশী আক্তার ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ এলাকার মো. মুনসুর হাওলাদারের মেয়ে এবং হয়বৎপুর তৌকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। মামলার বাদী নবজাতকের বাবা সোহেল আহমেদ পিরোজপুরের মঠবাড়িয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারইকরন এলাকার সুগন্ধা নদীর তীর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে গত ১৫ জানুয়ারি দুপুরে সেতুর ওপর থেকে কীর্তনখোলা নদীতে ফেলে দেয় মা ঐশী আক্তার।

মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৩ জুন বরিশাল নগরীর লুৎফুর রহমান সড়কের বাসিন্দা সোহেল আহমেদের সঙ্গে ঐশী আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর পরিবারের লোকজনের উসকানিতে ঐশী আক্তার স্বামীর সঙ্গে খারাপ আচরণ ও ঘর-সংসার করতে অনিহা প্রকাশ করে।

গত ১০ জানুয়ারি সকালে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে একটি কন্যা সন্তান জন্ম দেন ঐশি আক্তার। পরবর্তীতে ১২ জানুয়ারি দুপুরে স্বামীর অনুমতি ছাড়া দুপুরে ঐশী আক্তারের বোন কানিজ ফাতেমা বিথি নবজাতককে নগরীর বাংলাবাজার এলাকায় তার বাসায় নিয়ে যায়। সেখানে ঐশী আক্তার নবজাতক শিশুকে হত্যা করে মরদেহ গুম করার পরিকল্পনা করে। ওইদিন সোহেল আহমেদ ও তার পরিবারের লোকজন কানিজ ফাতেমা বিথির বাসায় নবজাতক শিশুকে দেখতে গেলে ঐশীর পরিবারের লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ করে তাড়িয়ে দেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন :

বরিশালে নবজাতককে নদীতে ফেলে দিলেন মা

সুগন্ধা নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

সুগন্ধায় পাওয়া মরদেহ কীর্তনখোলা নদীতে ফেলে দেওয়া সাওদা’র

এরপর নবজাতক সন্তানকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে ১৫ জানুয়ারি সেতুর ওপর থেকে নবজাতক ফাহমিদা আক্তার সাওদাকে (৫ দিন) কীর্তনখোলা নদীতে ফেলে দেয়। ২০ জানুয়ারি নলছিটি থানা পুলিশ সুগন্ধা নদী থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, আসামি ঐশী আক্তার অসুস্থ থাকায় পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।

সারাবাংলা/এসআর

নবজাতক মেয়েকে হত্যা ফাহমিদা আক্তার সাওদা বরিশাল মায়ের বিরুদ্ধে মামলা

বিজ্ঞাপন

নায়িকা রুবিনাকে অপহরণের চেষ্টা!
২২ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

আরো

সম্পর্কিত খবর