Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৫ ব্যাংক হিসাবে ১৪০ কোটি টাকার লেনদেন
স্ত্রীসহ সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২০:৩১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২০:৩৩

সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম – (ফাইল ছবি)

ঢাকা:  সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম ও  তার স্ত্রী ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে ১৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ১৬৬ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে তাজুল ইসলামের নিজের ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

বিষয়টি আমলে নিয়ে তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২২ জানুয়ারি) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন।

প্রথম মামলায় হয়েছে কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ সদস্য আসামি মো. তাজুল ইসলাম। তার বিরুদ্ধে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের দায়িত্বশীল পদে থেকে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৮০ লাখ ২০ হাজার ৯৩৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া তার নিজ নামের ৩৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১৩৯ কোটি ৭৪ লাখ ৯৮ হাজার ১১৭ টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় প্রধান আসামি হয়েছেন তাজুল ইসলামের স্ত্রী ফৌজিয়া ইসলাম। সহায়তায় আসামি স্বামী তাজুল ইসলামও। এ মামলায় ৬ কোটি ৯০ লাখ ২ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জন ও নিজ নামের ১১টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২৭ কোটি ১১ লাখ ৯৫ হাজার ১৭৮ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে।

আসামিদের বিরুদ্ধে অবৈধ উৎস গোপন বা আড়াল করাসহ এর হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে কুমিল্লা-৯ আসনের এমপি ছিলেন তাজুল ইসলাম। গত ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে আছেন।

সারাবাংলা/জিএস/আরএস

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও অস্বাভাবিক লেনদেন দুদক ফৌজিয়া ইসলাম সাবেক এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

বিজ্ঞাপন

ইউরোপে পোশাক রফতানি বাড়ল ৩ শতাংশ
২২ জানুয়ারি ২০২৫ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর