Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস

সিনিয়র করেসপন্ডেন্ট 
২২ জানুয়ারি ২০২৫ ২১:০১ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ২১:০৪

ইমেইল সেবা আইস ওয়ার্প

ঢাকা: বাংলাদেশে বিশ্বখ্যাত সুরক্ষিত ইমেইল সেবা আইস ওয়ার্পের সেবা শুরু করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। বুধবার (২২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বর্তমান ডিজিটাল যুগে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের ইমেইল সেবার জন্য অন-প্রেমাইজ বা অরক্ষিত ইমেইল সার্ভিস ব্যবহার করছে, যা ব্যবসায়িক নিরাপত্তার জন্য এক বড় হুমকি। বেশিরভাগ ছোট ও মাঝারি আকারের প্রতিষ্ঠান কম খরচে ইমেইল সেবা খুঁজতে গিয়ে সুরক্ষিত ও উন্নত সেবা উপেক্ষা করে, যা তাদের ব্যবসা এবং ডেটা নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে। এর ফলে সাইবার আক্রমণ, ডেটা লিক এবং অন্যান্য নিরাপত্তা ঝুঁকি বাড়ছে।’

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, ‘এই সমস্যার সমাধান হিসেবে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে আইস ওয়ার্পের সুরক্ষিত ইমেইল সেবা দিতে শুরু করেছে। আইস ওয়ার্প, চেক রিপাবলিক ভিত্তিক একটি সুরক্ষিত এবং কম খরচে ক্লাউড-ভিত্তিক ইমেইল সেবা প্রদানকারী, যা ব্যবসাগুলিকে শক্তিশালী নিরাপত্তা ফিচার এবং প্রিমিয়াম পরিষেবা প্রদান করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪ সালের ডিসেম্বরে স্মার্ট টেকনোলজিস বাংলাদেশে আইস ওয়ার্পের যাত্রা শুরু করে। ব্যবসায়ীরা এখন কম খরচে, কিন্তু উচ্চমানের নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম, যা তাদের সংবেদনশীল তথ্য এবং যোগাযোগকে সুরক্ষিত রাখে। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে আইস ওয়ার্প সেবা এখন সহজলভ্য ও বাংলাদেশের সকল ব্যবসার জন্য নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

আইস ওয়ার্প ইমেইল স্মার্ট টেকনোলজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর