Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দূষণ রোধে ৫৫ লাখ টাকা জরিমানা, পলিথিন জব্দ

স্পেশাল করেসপডেন্ট
২২ জানুয়ারি ২০২৫ ২১:৩৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১১:৫৮

পরিবেশ বিরোধী পৃথক অভিযান

ঢাকা: পরিবেশ বিরোধী পৃথক অভিযানে প্রায় ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি সারা দেশে চারটি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। আটটি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পলিথিন বিরোধী অভিযানে আড়াই হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদফতরের ব্যবস্থাপনায় অবৈধ ইটভাটা, নিষিদ্ধ পলিথিন এবং বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিজ্ঞাপন

এদিন গোপালগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, সাতক্ষীরা, ফেনী, চাঁদপুর, মাদারীপুর, গাজীপুর ও ঢাকায় ৯টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ২৫টি মামলায় ৫৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়। ৮টি ইটভাটার বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া চাঁদপুর, ফেনী, নাটোর, নেত্রকোনা ও গাজীপুরে নিষিদ্ধ পলিথিন নিয়ে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। ১১টি মামলায় ৫৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় এবং ২ হাজার ৫৬৫ কেজি পলিথিন জব্দ করা হয়। কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। গাজীপুর ও ঢাকার বাংলামটর ও মিরপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের দায়ে ৩টি মোবাইল কোর্ট অভিযান হয়। ‍দু’টি মামলায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়।

ঢাকার শাহবাগ এলাকায় যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। দু’টি মামলায় ২ হাজার টাকা জরিমানা এবং ৮টি পরিবহনকে সতর্ক করা হয়।

সারাবাংলা/জেআর/এইচআই

দূষণ রোধ অভিযান পলিথিন জব্দ

বিজ্ঞাপন

বজ্রপাতে কৃষকের মৃত্যু
১৭ এপ্রিল ২০২৫ ২১:৫৪

আরো

সম্পর্কিত খবর