‘কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠায় ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে’
২৩ জানুয়ারি ২০২৫ ১০:২৮ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৪:০৩
মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে শান্তি প্রতিষ্ঠায় ক্ষুদ্রঋণ কর্মসূচি বড় ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন দেশটির সংঘাতপ্রবণ অঞ্চলে ক্ষুদ্রঋণ প্রচলনকারী বেলজিয়ামের রাজপুত্র প্রিন্স ইমানুয়েল ডি মেরোড। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে এক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এ কথা বলেন তিনি।
বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বেলজিয়ামের রাজা ফিলিপ ও কঙ্গোর রাষ্ট্রপতি ফেলিক্স শিসেকেদির সঙ্গে বৈঠক করেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এ বিষয়টি সম্পর্কে অবহিত করেন।
সাক্ষাৎকারের সময় অধ্যাপক ইউনূসকে জানানো হয়, বেলজিয়ামের রাজপুত্রের নেতৃত্বে একটি গোষ্ঠী কর্তৃক চালু করা ক্ষুদ্রঋণ কর্মসূচি কীভাবে কঙ্গোতে গ্রীষ্মমন্ডলীয় বন সংরক্ষণের আকার সম্প্রসারণে সহায়তা করেছে।
প্রিন্স ইমানুয়েলের গ্রুপ কঙ্গোর সংঘাতপ্রবণ অঞ্চলে ক্ষুদ্রঋণ চালু করেছিলেন। তিনি বলেন, কঙ্গোর বন এখন ব্রিটেনের দ্বিগুণ আয়তনের। সংঘাতের পর ক্ষুদ্রঋণ সেখানে ২১ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে, যার মধ্যে প্রায় ১১ শতাংশ প্রাক্তন যোদ্ধা।
তিনি বলেন, ‘ক্ষুদ্রঋণ কর্মসূচি এই অঞ্চলের কিছু অংশে শান্তি ফিরিয়ে আনতে বড় ভূমিকা পালন করেছে। প্রিন্স ইমানুয়েল ২০০৮ সাল থেকে কঙ্গোর ভিরুঙ্গা জাতীয় উদ্যানের পরিচালক।’
সারাবাংলা/এমপি