দ্বিতীয় দফা মেয়াদ বাড়লো ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের
২৩ জানুয়ারি ২০২৫ ১৪:৪৫ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৬:২০
ঢাকা: ব্যয় বৃদ্ধি ছাড়া ছয় শর্তে দ্বিতীয় দফা মেয়াদ বাড়লো ইসলামী বিশ্ববিদ্যালয় উন্নয়ন প্রকল্পের। গত ১৯ জানুয়ারি এ প্রস্তাবটি অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন।
সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নাধীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (তৃতীয় পর্যায়) প্রথম সংশোধিত প্রকল্পের মোট ব্যয় বৃদ্ধি ছাড়া বাস্তবায়ন মেয়াদ দ্বিতীয় বারের মতো ১ বছর ৬ মাস বৃদ্ধি করে ২০১৮ জুলাই থেকে২০২৬ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।
তবে ছয় শর্ত সাপেক্ষে অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। এগুলো হলো-
(ক) পরবর্তীতে এ প্রকল্পের মেয়াদ আর বৃদ্ধি করা হবে না।
(খ) সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রকল্পের অনুকূলে বকেয়া অর্থ অতি দ্রুত ছাড় করার ব্যবস্থা করতে হবে। এছাড়া প্রস্তাবিত বর্ধিত মেয়াদ ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কার্যক্রম সমাপ্তির জন্য সময়মতো পর্যাপ্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করতে হবে এবং নির্মাণ কাজের কাঙ্খিত গুণগতমান বজায় রাখতে প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকি করতে হবে।
(গ) প্রকল্প পরিচালক অনুমোদিত আরডিপিপি অনুযায়ী নির্মাণ কাজ পরিচালনা নিশ্চিত করতে হবে এবং স্পেসিফিকেশন অনুযায়ী স্টিল সাটারিং, স্যানিটারি সামগ্রী, বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রী, টাইলস ইত্যাদির গুণগতমান যাচাই করতে হবে। নির্মাণ সাইটে ঠিকাদার প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, মালামাল ও শ্রমিকের পর্যাপ্ততা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে কোনগাফিলতি দেখা দিলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে হবে।
(ঘ) প্রস্তাবিত বর্ধিত মেয়াদে প্রকল্পের সকল প্যাকেজের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য প্রকল্প কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নেবেন। এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আবাসনের জন্য প্রকল্প থেকে তিনটি দশতলা ভবন নির্মাণ করা হচ্ছে সেগুলো যাতে অব্যবহৃত অবস্থায় পড়ে না থাকে, সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বাস্তবতা যাচাই করে প্রয়োজনীয় সংখ্যক ভবন নির্মাণ করা উচিত হবে। এতে সময় ও সরকারী অর্থের অপব্যয় রোধ করা সম্ভব হবে।
পরিকল্পনা কমিশন থেকে বলা হয়েছে, ভবন নির্মাণ শেষ হওয়ার অনতিবিলম্বে স্পেসিফিকেশন অনুযায়ী আসবাবপত্র, ল্যাবরেটরি যন্ত্রপাতি, ক্রীড়া সামগ্রী, মেডিক্যাল যন্ত্রপাতি ইত্যাদি সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সনাক্ত করার জন্য অমোচনীয় কালি দিয়ে প্রকল্পের নামকরণ করতে হবে। প্রকল্পের আওতায় ক্রয় করা যন্ত্রপাতি ও আসবাবপত্রের ইনভেন্টটরি প্রণয়ন নিশ্চিত করতে হবে। এই সুপারিশ গুলোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে আগামী এক মাসের মধ্যে অবহিত করতে হবে।
সারাবাংলা/জেজে/আরএস