বাবার অধীনেই সেঞ্চুরি পেলেন ফ্লিনটফ জুনিয়র
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫০
বাবা ছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার। অ্যান্ড্রু ফ্লিনটফের পথ অনুসরণ করে ছেলে রকি ফ্লিনটফও বেছে নিয়েছেন ক্রিকেটকেই। এবার বাবার অধীনে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি পেলেন রকি।
গত বছরের জুনে কাউন্টি ক্লাব ল্যাংকাশায়ারের সাথে চুক্তি করেন রকি। এই ক্লাবের হয়েই পেশাদার ক্রিকেটে অভিষেক হয়েছিল রকির। এখন পর্যন্ত চারটি প্রথম শ্রেণির ম্যাচ ও সাতটি লিস্ট এ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ক্লাবের হয়ে ভালো ব্যাটিং করে এরই মাঝে নজর কেড়েছেন তিনি।
১৬ বছর বয়সী রকি ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলতে গিয়েছেন অস্ট্রেলিয়ায়। এই দলের কোচ হিসেবে আছেন রকির বাবা অ্যান্ড্রু ফ্লিনটফ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া একাদশকে ২১৪ রানে অলআউট করেছিল ইংলিশরা। ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং নেমে ১৬১ রানে ৭ উইকেট হারিয়ে বিপদেই পড়েছিল ইংল্যান্ড।
৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন রকি। দারুণ এক ইনিংস খেলে দলের স্কোর ৩০০ পেরোতে সাহায্য করেন তিনি। শেষ পর্যন্ত ১২৭ বলে ১০৮ রানে থামেন রকি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম সেঞ্চুরি। রকির বীরত্বেই প্রথম ইনিংসে ৩১৯ রান তোলে ইংল্যান্ড।
সারাবাংলা/এফএম