নবীনবরণ, লেখা প্রদর্শনী ও কর্মশালার আয়োজন কুবি লেখক ফোরামের
২৪ জানুয়ারি ২০২৫ ০০:১৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০০:২১
কুবি: দুই দিনব্যাপী নবীনবরণ, লেখা প্রদর্শনী ও কর্মশালার আয়োজন করছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে (৫০১) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অনুষ্ঠানটি চলবে।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম দিন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ ও নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাছনা বেগম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর কেন্দ্রীয় দফতর সম্পাদক মুহাম্মদ সজীব প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন কলা ও মানবিক অনুষদের ডিন ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. বনানী বিশ্বাস এবং প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ও তরুণ লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মুতাসিম বিল্লাহ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়াও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন ( জেইউডিও) এর সাবেক সভাপতি, লেখক ও গবেষক জাকারিয়া পলাশ রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়াও অনুষ্ঠানে লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও উপদেষ্টা সানজিদা ইয়াসমিন লিজাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মোহাম্মাদ রাজীব এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া আফরোজ অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করবেন।
প্রথম দিন যা যা ছিল:
বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোট সংলগ্ন উন্মুক্ত প্রাঙ্গনে লেখা প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও লেখক ফোরাম কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা ড. নাহিদা বেগম ‘লেখার কাঠামো, শুদ্ধতা ও নতুনত্ব’ বিষয়ে আলোচনা করেছেন। এ ছাড়াও বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সজীব প্রধান ‘কলাম ও ফিচার লেখার কলাকৌশল’ ও ‘সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্ব’ বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। এদিকে নবীন শিক্ষার্থীদের জন্য প্রগতি বইঘরের সৌজন্যে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণও করা হয়েছে।
দ্বিতীয় দিন যা যা থাকছে:
বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রকাশিত কলাম, ফিচার, চিঠিপত্র, নিবন্ধ, কবিতা, গল্প ইত্যাদি প্রদর্শন করা হবে। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি. এম. মনিরুজ্জামান ‘মানসম্মত নিবন্ধ প্রস্তুতকরণ’ বিষয়ে আলোচনা করবেন।
এ ছাড়াও লেখক ও গবেষক জাকারিয়া পলাশ ‘Fact to Fascination: Creative Hacks for Nonfiction Writing’—এর উপর আলোচনা করবেন। নবীন শিক্ষার্থীদের জন্য প্রগতি বইঘরের সৌজন্যে বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এ দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২২-২৩ ও ২০২৩-২৪ কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হবে।
সারাবাংলা/এইচআই